Wednesday, November 25, 2015

API কি?


মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় চাহিদা কি? যে যাই বলুক, একটা ব্যাপার কেউ অস্বীকার করতে পারবে না আর তা হল মানুষ ভাব বিনিময় করা ছাড়া, কথা বলা ছাড়া থাকতে পারে না। কথা বলার মাধ্যমে আমরা অন্যের ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি সম্পর্কে জেনে নেই। মানুষ যেমন একে অন্যের সাথে কথা বলে তেমনি সফটওয়্যারও পরস্পরের সাথে কথা বলে। কথা বলার মাধ্যমে একটি সফটওয়্যার আরেকটি সফটওয়্যার সম্পর্কে জেনে নেয়। এই সফটওয়্যারের পরস্পরের সাথে কথা বলানোর প্রয়োজন থেকে API এর জন্ম। আমি এখানে একটা উদাহারণ দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝানোর চেষ্টা করব, বাকিটা আপনি চিন্তা করে নেবেন। আপনার চিন্তাশক্তি নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

Monday, November 23, 2015

(কম্পিউটার) প্রোগ্রাম কি?



সহজ ভাষায় প্রোগ্রাম হল কয়েকটি সিকুয়েন্সিয়াল স্টেটমেন্টের সমষ্টি। সিকুয়েন্স মানে ধারা আর স্টেটমেন্ট হল তথ্য সংবলিত কমান্ড। অতএব সিকুয়েন্সিয়াল স্টেটমেন্ট হল তথ্য সংবলিত এক বা একাধিক কমান্ড যেগুলো একটার পর রান করে। নিচের উদাহারণটি দেখুন।