সহজ ভাষায় প্রোগ্রাম
হল কয়েকটি সিকুয়েন্সিয়াল স্টেটমেন্টের সমষ্টি। সিকুয়েন্স মানে ধারা আর স্টেটমেন্ট
হল তথ্য সংবলিত কমান্ড। অতএব সিকুয়েন্সিয়াল স্টেটমেন্ট হল তথ্য সংবলিত এক বা
একাধিক কমান্ড যেগুলো একটার পর রান করে। নিচের উদাহারণটি দেখুন।
START
PROGRAM ‘Name’
STATEMANT-1:
COMMANDS
STATEMANT-2:
COMMANDS
…
…
…
STATEMANT-N:
COMMANDS
END
PROGRAM
প্রোগ্রামটি কোনো
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত নয়, শুধু বুঝানোর সুবিধার্থে ব্যবহার করা
হয়েছে।
বিঃদ্রঃ এখানে
প্রোগ্রামের যে সংজ্ঞাটি দেয়া হয়েছে তা সিঙ্গেল থ্রেড প্রোগ্রামের জন্য প্রযোজ্য।
মাল্টিথ্রেড প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। মাল্টিথ্রেড অনেকগুলো সিঙ্গেল
থ্রেডের সমন্বয়ের ফল।
No comments:
Post a Comment